নূরুল হক,বিশেষ প্রতিনিধি: মণিরামপুরে মাসব্যাপি ধারাবাহিক চলমান কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশের স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার বিকেলে খেদাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে স্থানীয় হেলাঞ্চি বালিকা বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন করা করা। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বর্তমান উপজেলা আওয়ামীলীগের তরুণনেতা অ্যাড. বশির আহমেদ খান। ইউনিয়ন আওয়ামীলীগনেতা হাফিজুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবনেতা তারক দেবনাথ, মিজানুর রহমান মিজান ও আবু কালামের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান ভোলা, ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক শামছুর রহমান, সাবেক সভাপতি আব্দুল মোমিন, যুগ্ম আহবায়ক আব্দুল আলিম জিন্না, সাবেক সাধারণ সম্পাদক এরশাদ আলী, আওয়ামীলীগনেতা মাষ্টার আব্দুর রহমান, মহিলা নেত্রী ও সাবেক ইউপি সদস্য ছকিনা বেগম, যুবলীগনেতা গাজী আাসাদ, বিনোদ, সফি, সোহাগ, অমিতাভ, তরিকুল, ফারুক, উপজেলা ছাত্রলীগনেতা হাদিউজামান হাদিসহ প্রমুখ। আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্যান্য সদস্যসহ ১৫ আগষ্টের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয় এবং শেষে উপস্থিতিদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।