বাল্য বিবাহ প্রতিরোধে তরুন, অভিভাবক এবং দায়িত্ববাহকদের সাথে শিশুদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে মতবিনিময় সভায় সংগঠনের সভাপতি জিহাদ ইসলাম জয়ের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম, সেফ দ্যা চিলড্রেনের ফিল্ড অপিসার মোস্তাফিজুর রহমান সৈকত, এনসিটিএফ’র সহ সভাপতি জুই আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুদ্র মহন্ত, শিশু সাংবাদিক ইস্মিতা খ্যালকো, শিশু গবেষক রাদ শাহমাদ, জেলা প্রতিনিধি হাসনা হেনা প্রমুখ। সভায় বাল্য বিবাহ প্রতিরোধে বিভিন্ন বিষয় উঠে আসে এবং এনসিটিএফ এর নানা কার্যক্রমের বিষয় তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।