নাটকের পাশাপাশি সিনেমাতেও অভিনয়ের অভিজ্ঞতা আছে শাহেদ শরীফ খানের। চার বছর আগে ভারতের কলকাতার রিঙ্গো ব্যানার্জির পরিচালনায় ‘সেনাপতি’ নামের একটি যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করেছিলেন এই অভিনেতা। দীর্ঘ অপেক্ষার পর এটি এবার মুক্তি পাচ্ছে। চলতি বছরের শেষ ভাগে এটি দুই বাংলাতেই মুক্তি পাবে বলে জানিয়েছেন শাহেদ। এ প্রসঙ্গে তিনি বলেন, সিনেমাটির গল্প এবং অন্যান্য বিষয় পরিকল্পনামতো করা হয়েছিল। এতে আমি একটি কেন্দ্রীয় চরিত্রেই অভিনয় করেছিলাম।
এতে বাংলাদেশ এবং ভারতের অভিনয় শিল্পীরা অভিনয় করেছেন। গল্পনির্ভর সিনেমাটি দর্শকের কাছে সাড়া জাগাবে বলেই আমি মনেকরছি। এদিকে ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ‘অন্তরাত্মা’এবং রফিকুল ইসলাম বুলবুলের পরিচালনায় ‘এই মন পাবে শুধু কষ্ট’ নামের দুটি সিনেমার কাজও হাতে আছে তার।
অন্যদিকে এক মাসেরও বেশি সময় আমেরিকায় অবকাশ কাটিয়ে দেশে ফিরেন এই অভিনেতা। এসেই একটি টিভি বিজ্ঞাপনে অভিনয় করেছেন শাহেদ। শিগগিরই একাধিক ধারাবাহিক নাটকের অভিনয়ে যুক্ত হবেন এই অভিনেতা। এছাড়া নাটক পরিচালনার প্রস্তুতিও শুরু করেছেন শাহেদ শরীফ খান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।