- কেশবপুরে ডিজিটাল বাংলাদেশ
দিবস পালিত
এনামুল কবির সবুজ স্টাফ রিপোর্টারঃ
কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও প্রযুক্তি অধিদপ্তর এবং তথ্য ও প্রযুক্তি বিভাগের সহযোগিতায় ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস- ২০২০ উপলক্ষে “যদিও মানছি না দূরত্ব তবুও আছি সংযুক্ত” শীর্ষক সেমিনার এবং চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও প্রযুক্তি কার্যালয়ের প্রোগ্রাম অফিসার আব্দুস সামাদ। আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশীদ, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।