মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় প্রায় ১০ হাজার মানুষ মারা গেছেন। করোনা শনাক্ত হয়েছে সাড়ে ৬ লাখের বেশি মানুষের।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫ লাখ ৬৭ হাজার ৩৪৭ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২২ কোটি ৬ লাখ ৪২ হাজার ১১২ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৯ কোটি ৭১ লাখ ৪১ হাজার ১৮৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ হাজার ৮২৭ জন। এর আগের দিন করোনায় মারা যান ১০ হাজার ৮০৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ৬৩ হাজার ১০৭ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৬ লাখ ৮৬ হাজার ৩৮২ জনের। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৭ লাখ ৩ হাজার ৬৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ৬৪ হাজার ৯৩৫ জন মানুষ মারা গেছেন।
এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২৯ লাখ ৪৪ হাজার ৬৯১ জনের। মারা গেছেন ৪ লাখ ৪০ হাজার ২৫৬ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ হাজার ৪৩২ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ১০ হাজার ২৮৩ জন। আর সুস্থ হয়েছেন ১৪ লাখ ৪২ হাজার ৫৮২ জন। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।