আল সামাদ রুবেল, বিনোদন প্রতিবেদক :  নির্মিত হয়েছে নতুন একটি গান “জানপাখি” গানটির কথা ও সুর এম, আর, রাজ ও গানটি সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ। গানটি কণ্ঠদিয়েছে অনন্যা আচার্য্য ও এইচ এম শান্ত। এবং গানটি এইচ এম শান্ত’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। কণ্ঠশিল্পী অনন্যা বলেন, “আমার গানটি শুনে ভালো লেগেছিলো তাই আর দেরী না করেই ভয়েজ দিয়েছি।
গানের সুর ও লেখা দারুণ।যিনি গেয়েছেন আমার সাথে শান্ত ভাই বেশ ভালো গেয়েছেন।আর আকাশ ভাইয়ের কম্পোজিশনে গানের রূপ বদলে গেছে। এইচ এম শান্ত বলন, “মিউজিকে অনন্য আচার্য্য এর সাথে, “জান পাখি” শিরনামের এই প্রথম ডুয়েট গানটি করে আমার খুবই ভালো লেগেছে এবং পরবর্তীতে অনন্যার সাথে আরো গান করার ইচ্ছা আছে।