মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের চিকিৎসার জন্য সমাজসেবা কার্যালয়ের চেক বিতরণ করা হয়। রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে সমাজসেবা কর্মকর্তা মোহম্মদ মিজানুর ইসলাম আকন্দ সার্বিক তত্বাবধানে এ চেক বিতরণ করা হয়। জানা যায়, ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড ও থালাসেমিয়া রোগীদের চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে এ অনুদান প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সাংসদ ফখরুল ইমাম।
এসময় তিনি বলেন, দুরারোগ্য ব্যাধির জন্য অসহায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্যই সরকার তাদের চিকিৎসা সেবার জন্য অর্থ সহায়তা প্রদান করে থাকে। এভাবে বর্তমান সরকার সকলের পাশে ছিলো আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে তিনি জানান। এ সময় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ৩৭ জনকে ৫০ হাজার টাকা করে মোট ১৮ লক্ষ ৫০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।