বিধান মন্ডল,ফরিদপুর প্রতিনিধিঃ গত ২৪ ঘন্টায় ফরিদপুর জেলা পুলিশ কর্তৃক দেশীয় অস্ত্রসহ ০৬ জনকে গ্রেফতার করা হয়। নিয়মিত মামলায় ০৭ জন এবং ওয়ারেন্টের ০৫ জন আসামি গ্রেফতার করা হয়। এছাড়া বিভিন্ন গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশনের মাধ্যমে ২১,৮০০/- টাকা জরিমানা করা হয়।

নগরকান্দা থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে ০৫/০৯/২১ খ্রিঃ রাত অনুমান ১:০০ ঘটিকার সময় নগরকান্দা থানাধীন রামনগর ইউনিয়নের গজারিয়া থেকে সদরপুর যাওয়ার পথে নগরকান্দা থানা পুলিশ নাইট ডিউটি চলাকালে একটি ইজিবাইকে ০৬ জন লোক দেখে সন্দেহ হলে তাদের তল্লাশি চালিয়ে কিছু দেশীয় অস্ত্র পাওয়া যায়। তাদেরকে আটক করে নগরকান্দা থানায় নেয়া হয়।

আটককৃত আসামিদের নামঃ ১। মোঃ রহিম খান (১৮) পিতা- লিয়াকত আলী খান, ২। মোঃ সোহেল (২২) পিতা- চুন্নু মাতুব্বর, ৩। রবিন মোল্লা (১৭) পিতা- ফারুক মোল্লা, সর্ব সাং পুররা (ভাওয়াল ইউনিয়ন) থানা- সালথা, ৪। নুর ইসলাম মোল্লা (৫৫) পিতা- নাজিমুদ্দিন মোল্লা, সাং আলিপুর থানা- ফরিদপুর সদর, ৫। মোঃ পাপ্পু মোল্লা (২৪) পিতা এনায়েত মোল্লা সাং লক্ষীপুর, থানা- ফরিদপুর সদর, ৬। মোঃ লতিব (৩৮) পিতা- ধোলা মিয়া মাতুব্বর সাং ইউছুব ডাঙ্গি, থানা- সালথা সর্ব জেলা- ফরিদপুর ধৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

এছাড়াও ০৪/০৯/২০২১খ্রিঃ বিকাল ১৭:০০ ঘটিকার সময় নগরকান্দা থানাধীন (১১নং বিট) ডাঙ্গী ইউনিয়নের শঙ্করপাশা বাজারে বাংলাদেশ পুলিশ রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ সংক্রান্তে এবং কোভিড-১৯ ও করোনা টিকা সংক্রান্ত বিষয়, পারিবারিক সহিংসতা ও সামাজিক অবক্ষয়, ডেঙ্গু জ্বর সংক্রান্তে, বিট পুলিশিং কার্যক্রম, চলমান বর্ষা পানিবাহিত রোগ, গাছ লাগান পরিবেশ বাঁচান, জঙ্গীবাদ, মাদকদ্রব্য, ইভটিজিং, কিশোর অপরাধ, থানা পুলিশিং সেবা, থানায় সেবা নিতে টাকা লাগে না, সকল ভ্যান রিক্সা, অটোবাইক চালক ও মালিকদের সচেতনতা সম্পর্কে বক্তব্য সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন জনাব মোঃ সেলিম রেজা, অফিসার ইনচার্জ- নগরকান্দা থানা, ফরিদপুর; জনাব কাজী আবুল কালাম চেয়ারম্যান, ডাঙ্গী ইউনিয়ন এবং বর্ণিত ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ সহ এলাকার সম্মানিত নাগরিকবৃন্দ। সভার প্রারম্ভে পুলিশ রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ সংক্রান্তে ভিডিও চিত্র প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শিত হয়।

আলফাডাঙ্গা থানা পুলিশ কর্তৃক রাত্রিকালীন অভিযানকালে পাকুরিয়া এলাকা হতে আলফাডাঙ্গা জিআর ৫৫/২০ এর আসামি ১। ইসহাক শেখ(৫০), পিতা মৃতঃ ইসমাইল শেখ, ২। আহাদ মোল্যা (৫১), পিতা মৃত নুর উদ্দিন মোল্যা, ৩। আলামিন মোল্যা (২৭), পিতা আহাদ মোল্যা, ৪। কামাল মোল্যা (৪০), পিতা মৃত নুর উদ্দিন মোল্যা, সর্ব সাং পাকুরিয়া, থানা- আলফাডাঙ্গা, জেলা- ফরিদপুরদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এছাড়াও ০৪/০৯/২০২১খ্রিঃ বেলা ১১.০০ ঘটিকার সময় আলফাডাঙ্গা থানা এলাকার নদী ভাঙ্গন ৩০০ ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে জেলা পুলিশ, ফরিদপুর এর উদ্দোগে জনাব, মোঃ আলিমুজ্জামান, বিপিএম সেবা, পুলিশ সুপার, ফরিদপুর; সহকারী পুলিশ সুপার, মধুখালী সার্কেল জনাব সুমন কর, অফিসার ইনচার্জ জনাব মোঃ ওয়াহিদুজ্জামান, আলফাডাঙ্গা থানা, ফরিদপুর; জনাব, এ.কে.এম জাহিদুল হাসান জাহিদ, উপজেলা চেয়ারম্যান, আলফাডাঙ্গা গনের উপস্থিতিতে ত্রান বিতরন করা হয়। উক্ত ত্রান বিতরন কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন ০২ নং গোপালপুর ইউপি চেয়ারম্যান নূরী বেগম, ০২নং গোপালপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান, থানা যুবলীগের আহবায়ক হাসমত আলী তপন, বিভিন্ন অঙ্গ সংঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনগন। কোতোয়ালি থানা পুলিশ কর্তৃক কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা কালে নিয়মিত মামলার ০৬ জন আসামী এবং ওয়ারেন্টের ০১জন আসামীকে গ্রেপ্তার করা হয়।

সালথা থানা পুলিশ কর্তৃক থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে সালথা থানার এফআইআর নং-০৩ (জিআর/১০৬/২০২১) , ধারা-২০০০ সা‌লের নারী ও শিশু নির্যাতন দমন আইন(সংশোধনী/২০০৩) এর ৯(১) মূলে আসামী মাহাবুব শেখ (৪২), পিতা-হাজী রত্তন শেখ, সাং-কামাইদিয়া, থানা সালথা, জেলা-ফরিদপুরকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। ফ‌রিদপুর ট্রা‌ফিক পুলিশ কর্তৃক রুজুকৃত মামলার সংখ‌্যা – ১৮ টি, নিষ্প‌ত্তিকৃত মামলার সংখ‌্যা- ০৮টি, আদায়কৃত জর‌মিানার প‌রিম‌ান- ২১,৮০০/- টাকা, আটক স‌ংখ‌্যা- মোটর সাইকেল-০২ টি, ইজিবাইক-০২ টি, সিএনজি- ০১ টি, ড্রাম ট্রাক- ০১, মা‌হেন্দ্র- ০১ টি‌। ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম, অভিযান পরিচালনায় অর্জন ও সেবাপ্রাপ্তির খবরা-খবর জনগণের সামনে তুলে ধরার লক্ষ্যে ফরিদপুর জেলা পুলিশের প্রতিটি ইউনিট সর্বদা নিষ্ঠার সাথে কাজ করে