টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) । সোমবার এক সংবাদ সম্মেলনে পিসিবি দল ঘোষণা করে। কোনো চমক ছাড়াই পিসিবি স্কোয়াড সাজিয়েছে। ঘোষিত দলটি বিশ্বকাপের আগে ইংল্যান্ড ও নিউ জিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজও খেলবে। আসিফ আলী ও খুশদিল শাহকে স্কোয়াডে সুযোগ করে দিয়েছেন নির্বাচকরা। তবে বাদ পড়েছেন শারজীল খান ও অলরাউন্ডার ফাহিম আশরাফ। ১৫ জনের স্কোয়াডের সঙ্গে তিনজনকে অতিরিক্ত রাখা হয়েছে। তাদের মধ্যে আছেন লেগ স্পিনার উসমান কাদির, শাহনেওয়াজ দাহিনি ও ফখর জামান।
বিশ্বকাপে নিউ জিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর। এর এক মাস আগে নিউ জিল্যান্ড ও পাকিস্তান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। শুধু নিউ জিল্যান্ড নয়, ঘরের মাঠে পাঁচ টি-টোয়েন্টিতে তারা আতিথেয়তা দেবে ইংল্যান্ডকেও।
পাকিস্তান স্কোয়াড: বাবর আজম, শাদাব খান, মোহাম্মদ রিজওয়ান, আসিফ আলী, শোয়েব মাকসুদ, আজম খান, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন আফ্রিদি, হারিস রউফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ হাসনাইন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।