মিরু হাসান বাপ্পী ,বগুড়া প্রতিনিধি:বগুড়ায় মাদক মামলায় লিটন মন্ডল (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকারের আদালত তাকে এই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত লিটন বগুড়া ধুনট উপজেলার চাপলা চিকাশী ইউনিয়নের আবুল হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া কোর্ট পুলিশের ইন্সপেক্টর সুব্রত ব্যানার্জি।
ইন্সপেক্টর সুব্রত ব্যানার্জি জানান, ২০১৫ সালের ১ ডিসেম্বর বগুড়ার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ জামতলা করতোয়া ক্লিনিকের সামনে একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ৫০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করে পুলিশ। এরপর শাজাহানপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
তিনি আরও জানান, লিটন এর আগে উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। সোমবার আদালতে হাজির হলে বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। এছাড়া এর পাশাপাশি তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড প্রদান করেন আদালত।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।