সোমবার বাদ মাগরিব দলীয় কার্য্যালয়ে বিভিন্ন মাদ্রাসার ছাত্র, দলিয় নেতা-কর্মী ও সমর্থকগণ অংশ নেন দোয়া ও মিলাদে।
দৌলতখানের মানুষ সবসময় জননেতা তোফায়েল আহাম্মদের আপনজন হিসেবে তাঁর স্নেহ পেতেন।তিনি দৌলতখানেরর মানুষকে তাঁর পরিবারের সদস্য হিসেবে মনে করেন। তাঁর অসুস্থ্যতার পর দৌলতখানের সকল মসজিদে সুস্থ্যতার জন্য দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মন্জুর আলম খান, ভাইস-চেয়ারম্যান মোঃ ছিদ্দাকুর রহমান, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গির, যুগ্ন-সম্পাদক ও ভবানীপুর ইউপি চেয়ারম্যান গোলাম নবী নবু, যুগ্ন সম্পাদক সাফিজল ইসলাম, যুগ্ন সম্পাদক গোলাম মোর্শেদ কিরন তালুকদার, সাংগঠনিক সম্পাদক ও হাজিপুর ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক ও সৈয়দপুর ইউপি চেয়ারম্যান জিএস ভুট্টো তালুকদার, দক্ষিন জয়নগর ইউপি চেয়ারম্যান আলমগীর হাওলাদার, উত্তর জয়নগর ইউপি চেয়ারম্যান ইয়াছিন লিটন, মেদুয়া ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলম সহ ইউপি চেয়ারম্যান বৃন্দ, উপজেলা আওয়ামীলীগ প্রচার সম্পাদক আলাউদ্দিন মিয়া, পৌর আওয়ামীলীগ সভাপতি আনোয়ার হোসেন, সম্পাদক ও পৌর প্যানেল মেয়র আলমগির হোসেন, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন, পৌর কাউন্সিলরবৃন্দ, যুবলীগ নেতৃবৃন্দ, ছাত্রলীগ সভাপতি মোতালেব হোসেন সবুজ, সম্পাদক কামাল পারভেজ, সাংগঠনিক সম্পাদক মির্জা মিরাজ, সাংগঠনিক সম্পাদক আরমার হোসেন সুমন, সেচ্ছাসেবকলীগ সভাপতি পৌর কাউন্সিলর ফয়েজ উল্ল্যাহ ফয়েজ, সম্পাদক শাহ বাদল লিটু, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান রাসেল, পৌর যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন সেলিম, সম্পাদক ও পৌর কাউন্সিলর মিজানুর রহমান রিপন সহ দলিয় নেতা কর্মি ও সর্বস্তরের মানুষ অংশ নেয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।