মোঃ আলমগীর হোসেন,মাটিরাঙ্গা: মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার,এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাটিরাঙ্গা পৌরসভার ১.২.৩.নং ওয়ার্ড বিট পুলিশিং এর মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । বুধবার (০৮ সেপ্টেম্বর) নতুন পাড়া প্রথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাদ্দাম হোসেনর সঞ্চালনায় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী আব্দুল মালেক এর সভাপতিত্তে এ অলোচনা সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা থানার (ওসি তদন্ত) আমজাদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০২ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী,(প্যনেল মেয়র-২), মাটিরাঙ্গা প্রবীন সাংবাদিক জাতীয় সাংবাদিক সংস্থার মাটিরাঙ্গা শাখার সভাপতি সাংবাদিক এস এম কামাল হোসেন, নব জাগরন সামাজিক যুব সংগঠন এর সভাপতি আলমগীর হোসেন। আলোচনা সভায় ১.২.৩ নং ওয়ার্ড বিট অফিসার (এস আই) এ কে এম মাহমুদুল কবীর বিট পুলিশিং কী এর লক্ষ্য ও উদ্দেশ্য সামাজে বাল্য বিবাহ, নারী নির্যাতন, মাদক সেবন ও মাদক ব্যবসা, ডিজিটাল অপরাধ, এ সংক্রান্ত নানা অপরাধ দমনে সামাজের ভূমিকা নিয়ে জন সচেতনতা মূলক সচ্ছ ধারণা দেন এবং দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। অলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, মোহাম্মদ আলমগীর হোসেন, সুবল ত্রিপুরা,মনির হোসেন, মহরম আলী সহ প্রমুখ। প্রধান অতিথি বক্তব্য মাটিরাঙ্গা থানার নবাগত (ওসি তদন্ত) আমজাদ হোসেন বলেন, অপনার আসে পাশে যে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখা মাত্রই সংশ্লিষ্ট এলাকার বিট অফিসারকে তথ্য দিন। পুলিশ আপনার পরিচয় গোপন রাখে সর্বাধিক সহযোগিতা করবে এতে করে একটি নিরাপদ সমাজ গঠন করা সম্ভব।
এসময় বিট পুলিশিং এর কল্যানে পুলিশ ও সাধারণ জনতার মাঝে সমাজের বিভিন্ন অসংগতি নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। আলোচনা সভায় সার্বিক সহযোগিতায় ছিলেন, মাটিরাঙ্গা নব জাগরন সামাজিক যুব সংগঠন। সংগঠনটির সভাপতি আলমগীর হোসেন বলেন, বিট পুলিশিং এর কযর্ক্রমে যে কোন ধরনের সহযোগিতায় পুলিশকে সহায়তায় কাজ করবে নব জাগরন সামাজিক যুব সংগঠন। প্রসঙ্গত, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলীর নেতৃত্বে একই দিনে দশটি বিটে এ বিট পুলিশিং কর্যক্রম অনুষ্ঠিত হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।