মনিরামপুর উপজেলা বিএনপি’র সহসভাপতি হাজী শফিকুল ইসলাম, মোশাররফ হোসেন, আনছার আলীসহ বিএনপি ও দলটির সহযোগী সংগঠনের অসুস্থ নেতৃবৃন্দের সুস্থ্যতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বিএনপির উপজেলা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির আলেঅচনা করেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র অ্যাড. শহীদ ইকবাল মুহাম্মদ হোসেন।
পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম ইসলামের সভাপতিত্বে ও যুবনেতা মুক্তার হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারন সম্পাদক আবদুল হাই, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাড মকবুল ইসলাম, উপজেলা বিএনপিনেতা নাজমুল হক লিটন, নীল রতন, আবু তালেব, মতিয়ার রহমান, যুবদল নেতা আব্বাস উদ্দিন, জুলফিকার আলী ভূট্টো, আইয়ুব আলী, মহিবুল আলম মামুন, আবু জাফর, ছাত্রদলের আহবায়ক ওলিয়ার রহমান, কামরুজ্জামান প্রমুখ। আলোচনা শেষে মুফতি মফিজুর রহমানের পরিচালনা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।