ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রেল ক্রসিংয়ে ট্রেন দুর্ঘটনা দুই ছেলেসহ বাবার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন। রোববার (১২ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে আশুগঞ্জে রেল ক্রসিংয়ে একটি ট্রেন সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের রাজঘর গ্রামের বাসিন্দা সাদেক মিয়া (৬৮) ও তার দুই ছেলে রুবেল মিয়া (৩৩) ও পাবেল মিয়া (২৩)।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন খান নোমান বলেন, আশুগঞ্জের তালশহর রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টলা মেইল ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশায় থাকা আপন দুই ভাই নিহত হন। আহত হন তাদের বাবাসহ আরও দুজন। তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে তাদের বাবা সাদেক মিয়ারও মৃত্যু হয়।