মোঃজয়নুল আবেদীন, তুহিন মির্জাগঞ্জ প্রতিনিধি: সংক্রমণ ব্যাধি করোনার কারণে দীর্ঘ ১৮ মাস স্কুল কলেজ বন্ধ থাকার পর আজ (১২ সেপ্টেম্বর) থেকে খুলে দিয়েছে সমস্ত স্কুল কলেজ। মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,কোমলমতি শিশুদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। অনেক দিন পর স্কুলে আসতে পেরে খুবই আনন্দিত ও উল্লসিত কোমলমতি শিশু শিক্ষার্থীরা। স্কুলে আসা শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে স্কুল কর্তৃপক্ষ।
স্কুলে আসা প্রতিটি শিশুকে মুখে মাস্ক পরিয়ে ও ইনফ্রারেড থার্মোমিটার দিয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা করে ক্লাস রুমে প্রবেশ করানো হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক মো.মনিরুজ্জামান মামুন বলেন,করোনা সংক্রমণ রোধে স্কুলে আসা সকল শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য,শারীরিক দূরত্ব বজায় রাখা,মুখে মাস্ক পরানো এবং প্রতিটি শিশুর শরীরের তাপমাত্রা পরীক্ষা করে ক্লাস রুমে প্রবেশ করানো হয়েছে। সেই সাথে স্কুলের সকল শিক্ষক,শিক্ষিকার স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।