- ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পুষ্পস্তবক অর্পন।
সুমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি-
১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম মেট্রো পলিটন পুলিশ কমিশনার কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন।
পরবর্তীতে মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে সিএমপি কমিশনার মহোদয় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব আমেনা বেগম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব এস এম মোস্তাক আহমেদ খান, বিপিএম,পিপিএম(বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শ্যামল কুমার নাথ সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।