অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে তৃপ্তির ঢেকুর তুলে বিশ্রামে বাংলাদেশ দল, তখন ব্যাটে-বলের লড়াই চালিয়ে যেতে চান মুশফিকুর রহিম। বিশ্বকাপের আগে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলবেন তিনি। নিউজিল্যান্ড সিরিজে কিপিংয়ের চাপমুক্ত থাকলেও ব্যাটিংয়ে একেবারেই অনুজ্জ্বল ছিলেন মুশফিক। মি. ডিপেন্ডেবলের তকমার সুবিচার করতে পারেননি তিনি। ৫ ম্যাচে মুশফিক করতে পারেন কেবল ৩৯ রান। গড় ১৩.০০, স্ট্রাইক রেট ছিল কেবল ৫২।
যেটি মুশফিকের নামের সঙ্গে একেবারেই বেমানান। এমন বাজে পারফরম্যান্সের পর তাই ছুটির সঙ্গে আপস করছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুটি চার দিনের ও তিনটি একদিনের ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ ‘এ’ দল ও হাই পারফরম্যান্স (এইচপি) দল। সেখানে মুশফিক খেলবেন একদিনের ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচে। ম্যাচ দুটি ৩০ সেপ্টেম্বর ও ২ অক্টোবর অনুষ্ঠিত হবে। বিষয়টি সত্যতা নিশ্চিত করে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘মুশফিক আমাকে এসএমএস করে তার ইচ্ছার কথা জানিয়েছে।
ওয়ানডে সিরিজে সে দুটি ম্যাচ খেলতে চায়। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই সে এটি চাচ্ছে। তার এই ইচ্ছা আমলে নিয়েছি। আমরা আগে যে ‘এ’ দল দিয়েছিলাম, সেখানে কিছু পরিবর্তন আনব। দলে যোগ হবে মুশফিক, মোসাদ্দেক হোসেন সৈকত। আরও কয়েকজন আসবে। কালকে আমরা এটি নিয়ে বসব।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।