মোঃ রাকিব হাসান: সোনার তরীর নানা রঙের গানের আসর “এক আকাশ গান” পর্বে আজ থাকবেন বিশিষ্ট সংগীত শিল্পী মিলন ধর। তাকে তবলায় সংগত করবেন রোমেন বিশ্বাস রাজু। পারিবারিক সাংস্কৃতিক পরিমন্ডলে বেড়ে ওঠেন মিলন ধর।
সংগীত গুরু সুনীতি রঞ্জন বড়ুয়া’র কাছে হাতেখড়ি হয় তার। পরবর্তীতে শ্রী সুরেশ ত্রিপুরা, শ্রী প্রদীপ দাশ, শ্রী মনোজ বাহাদুর গূর্খা ও শ্রী রাজেশ সাহা’র কাছে সঙ্গীত শিক্ষা গ্রহণ করেন তিনি। পরবর্তীতে নজরুল ইনিস্টিউট হতে দু’বছর মেয়াদি উচ্চাঙ্গসংগীত ও নজরুল সঙ্গীতের উপর “উচ্চতর বিশেষ ডিপ্লোমা কোর্স” সম্পন্ন করেন। ইউনিভার্সিটি অব ডেভলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) তে সঙ্গীত বিষয়ে মাস্টার্স কোর্সে অধ্যয়নরত (লাস্ট সেমিস্টার)।জাঃ বিঃ থেকে বি.বি.এ ও এম.বি.এ পাশ করেন তিনি। বাংলাদেশ বেতার ও টেলিভিশন এর তালিকাভুক্ত শিল্পী মিলন ধর জেলা শিল্পকলা একাডেমী রাঙ্গামাটিতে সঙ্গীত প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন। আজ সোনার তরীর আসরে তিনি নানা রঙের গান গেয়ে শোনাবেন। তাকে তবলায় সহযোগিতা করবেন দেশের বিশিষ্ট তবলা শিল্পী, তারুণ্যের অহংকার শিল্পী রোমেন বিশ্বাস রাজু। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে আজ বাংলাদেশ সময় রাত ৯ টায়। অনুষ্ঠান পরিকল্পনায় থাকবেন বর্ণালী সরকার এবং পরিচালনা করবেন অসীম বাইন।
অনুষ্ঠানটি দেখা যাবে সোনার তরীর ফেসবুক পেজ থেকে (https://www.facebook.com/Musical.Progm/)
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।