নূরুল হক,বিশেষ প্রতিনিধি: ‘স্বচ্ছতা ও জবাবদিহিতা’- এ শ্লোগানকে সামনে রেখে মণিরামপুরে স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিদের আর্থিক সম্পদ বিবরনী প্রকাশ বিষয়ক শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
‘দি এশিয়া ফাউন্ডেশন’র সহযোগিতায় এবং রাইটস যশোরের আয়োজনে বৃহষ্পতিবার সকাল ১০টায় উপজেলার ভোজগাতী ইউনিয়ন পরিষদের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। রাইটস যশোরের প্রোগ্রাম অফিসার মোহাম্মদ আবু সাঈদের সঞ্চালনায় স্থানীয় জনপ্রতিনিধিদের সামগ্রিক স্বচ্ছতা ও জবাবদিহিতা উন্নয়ন, সেবার মান বৃদ্ধিসহ জনপ্রতিনিধিদের সাথে সাধারণ নাগরিকদের মধ্যে সু-সম্পর্ক ও সামাজিক দায়বদ্ধতা সৃষ্টির বিষয়ে বিস্তর আলোচনা অনুষ্ঠিত হয়।
ভোজগাতী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এ কর্মশালায় অংশ গ্রহণ করেন স্থানীয় ইউপি সদস্য শাহানুর রহমান শাহান, খবির হোসেন খুররম, আব্দুল আলিম, আবুল বাশার, আয়ুব আলী, আনোয়ার হোসেন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শাহিদা বেগম, পারভীনা সুলতান, সমাজপ্রতি রেজাউল করিম, উদ্যোক্তা আজিজুর রহমান, রাইট যশোরের স্থানীয় ইউনিয়ন কমিটির সভাপতি নাছিমা খাতুন, সম্পাদক আমেনা খাতুন রিপাসহ বিভিন্ন সামাজিক ও এনজিও প্রতিনিধিরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।