ময়মনসিংহের হালুয়াঘাটে এক কলেজ শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোতোয়ালী মডেল থানায় ওসি শাহ কামাল আকন্দ বলেন, ‘গত বুধবার রাতে নগরীর কাঁচিঝুলী বাসা থেকে কিছুটা মানসিক ভারসাম্যহীন এক কলেজ ছাত্রী একা একা বের হয়ে বাসে উঠে হালুয়াঘাট চলে যায়।
বাস থেকে সবাই নেমে গেলেও সে নামেনি। পরে তাকে একা পেয়ে বাস চালকসহ কয়েকজন মিলে ধর্ষণ করে।’ ‘ভিকটিমের পরিবার কোতোয়ালী থানা পুলিশকে বিষয়টি অবগত করলে শুক্রবার অভিযান চালিয়ে নগরীর পাটগুদাম এলাকা থেকে চালক হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় হালুয়াঘাট থানায় তিন জনকে আসামি করে কলেজ ছাত্রীর বাবা মামলা করেছেন।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।