কক্সবাজার সমুদ্র সৈকতের সি-গাল পয়েন্ট থেকে আরও এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকাল ৩টার দিকে নাম-পরিচয় না জানা ২৬ বছর বয়সী যুবকের লাশটি উদ্ধার করেন লাইফগার্ড কর্মীরা। এর আগে একই দিন দুপুর ১টার দিকে সি-গাল পয়েন্ট থেকে আরও এক যুবকের লাশ উদ্ধার করা হয়।
এ নিয়ে একদিনেই সৈকত থেকে অজ্ঞাত পরিচয়ে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন। তিনি জানান, শুক্রবার বিকালে সৈকতের সি-গাল পয়েন্ট থেকে এক যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়।on
উদ্ধারের সময় ওই যুবকের নাক ও মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। পরে বিচকর্মী ও লাইফগার্ড কর্মীদের সহযোগিতায় ওই যুবককে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক যুবককে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এর আগে দুপুর ১টার দিকে সি-গাল পয়েন্টের সমুদ্রের পানিতে লাশের মতো কিছু একটু ভাসতে দেখে বিচে কর্মরত লাইফগার্ড সাঁতার কেটে গিয়ে এক যুবকের লাশ দেখতে পান। পরে লাশটি উদ্ধার করা হয়। লাশ দুটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান টুরিস্ট পুলিশের এই কর্মকর্তা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।