তামিল ছবি ‘থালাইভি’ মুক্তির পর প্রশংসায় ভাসছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। সম্প্রতি সিনেমাটি দেখে রজনীকান্ত কঙ্গনার ভূয়সী প্রশংসা করেন। এবার ‘থালাইভি’ দেখে চোখে জল নিয়ে কঙ্গনাকে চিঠি পাঠালেন ভারতের হিমাচল প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী শান্তা কুমার। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।
হিমাচলে কঙ্গনার বাড়ি । মহামারিকালে অনেকটা সময় তিনি কাটিয়েছেন সেখানে। আর সেই রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রীর চিঠি পেয়ে খুব খুশি অভিনেত্রী। ইনস্টাগ্রামেও পোস্ট করেছেন সেই চিঠি। হিমাচলের সাবেক মুখ্যমন্ত্রীর কথায়, পুরো পরিবার আর বন্ধুবান্ধবদের নিয়ে ‘থালাইভি’ দেখলাম।
নিজেকে যে উচ্চতায় নিয়ে গিয়েছো তুমি, দেখে গর্ব হয়। গোটা হিমাচল প্রদেশ নিজের কন্যাকে নিয়ে গর্বিত। ‘থালাইভি’ তামিলনাড়ু প্রদেশের বিখ্যাত রাজনৈতিক নেত্রী জয়ললিতা জয়রামের জীবন কাহিনিভিত্তিক একটি সিনেমা। এই ছবিতে ‘রণংদেহী’ জয়ললিতার ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।