নজরুল ইসলাম, নান্দাইল প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইল মডেল থানা পুলিশ বৃহস্পতিবার সিংরইল ইউনিয়নের নারায়ানপুর গ্রাম থেকে লিজা আক্তার (১৪) নামে এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, নারায়নপুর গ্রামের রহমত আলীর কিশোরী কন্যা লিজা আক্তার বাকচান্দা আব্দুস ছামাদ একাডেমীর নবম শ্রেনীর ছাত্রী। তার মা ৭/৮বছর পূর্বে মৃত্যুবরন করে ।কিশোরীরর বাবা রহমত আলী পরে দ্বিতীয় বিবাহ করেন। সৎ মা ফরিদা বেগমের সাথে লিজা আক্তারের সম্পর্ক ভাল ছিল না। সে সৎ মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে বলে এলাকায় প্রচার রযেছে।

নান্দাইল মডেল থানার এসআই অটল বিহারী বিশ্বাস জানান, পুলিশ উক্ত ছাত্রীর লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ মর্গে ময়না তদন্তের জন্য প্রেরণ করেছে । এব্যাপারে নান্দাইল মডেল থানায় ইউডি মামলা করা হয়েছে।