মোস্তফা কামাল, কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ
যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। স্কুল-কলেজ, রাস্তাঘাট, ব্রীজ-কালভার্ট নির্মিত হচ্ছে। গ্রাম শহর হচ্ছে। দেশের সকল উন্নয়নের প্রচার আমাদের করতে হবে। কেশবপুরের আওয়ামী লীগ এখন ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ আওয়ামী লীগ এখন অনেক বেশি শক্তিশালী। কোন ষড়যন্ত্র আওয়ামী লীগের ঐক্য বিনষ্ট করতে পারবে না। সংগঠন শক্তিশালী হলে সরকারও শক্তিশালী হয়। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাদেরকে দলীয় মনোনয়ন দেবেন, ঐক্যবদ্ধভাবে সকল ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীতদের বিজয় সুনিশ্চিত করতে হবে। গতকাল দুপুরে দলীয় কার্য্যালয়ে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের কার্য্যানির্বাহী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের পরিচালনায় অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব সিদ্দিকুর রহমান, যুগ্ম-সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, যুগ্ম-সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান ইয়ার মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য গৌতম রায়, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, সাংগঠনিক সম্পাদক সাগরদাঁড়ী ইউপি সুযোগ্য চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম বাবর আলী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মহব্বত হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অসীম কুমার দে, সদস্য সোহরাব হোসেন, আলতাফ হোসেন বিশ্বাস, প্রকৌশলী হাসান আলমগীর, মশিয়ার রহমান দফাদার, গাজী গোলাম সরোয়ার, বি এম ইব্রাহীম হোসেন প্রমুখ।
সভায় উপজেলা আওয়ামী লীগের ৩ জন সদস্য ইতিপূর্বে মৃত্যুবরণ করায় পৌর মেয়র রফিকুল ইসলাম, ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান এস এম আনিসুর রহমান আনিস ও সদর ইউনিয়নের শেখর রঞ্জন দাসকে উপজেলা আওয়ামী লীগের সদস্য নির্বাচন করা হয়। তাং ২৩-০৯-২১ইং।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।