তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার (২১) অনশন শেষে প্রেমিক প্রেমিকার বিয়ে হয়েছে। তিন দিন প্রেমিকের বাড়িতে অনশন শেষে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে প্রেমিক হুমায়ুন মোল্যার বাড়িতে তার সাথে বিয়ে হয় তার প্রেমিকার।
প্রেমিক হুমায়ুন মোল্য (২৫) চতুল ইউনিয়নের শুবদেপ নগরের মৃত জবেদ মোল্লার ছেলে। জানা যায়, বরিশালের বানরীপারা বড়করপাকর গ্রামের বাসিন্দা হুমায়ুনের ওই প্রেমিকা প্রেমের টানে গত মঙ্গলবার বিকেলে হুমায়নের বাড়িতে বিয়ের দাবীতে এসে অনশন শুরু করে। হুমায়ুনের প্রেমিকা বলেন, তারা উভয় ঢাকায় একই সাথে গার্মেন্টসে চাকুরী করত।
সে সুবাদে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আড়াই বছর ধরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে তারা । স্বামী স্ত্রী পরিচয়ে ভাড়া বাসায় দীর্ঘদিন বসবাস করেছে ঢাকাতে। হঠাৎ হুমায়ুন তাকে বাসায় রেখে পালিয়ে যায়। হুমায়ুনের প্রেমিকা তার ঠিকানা সংগ্রহ করে গত মঙ্গলবার তার বাড়িতে চলে আসে বিয়ের দাবীতে।
চতুল ইউনিয়নে দায়িত্ব থাকা নিকাহ রেজিস্ট্রার কারামত আলী খান বলেন, বিয়ের দাবীতে অনশন করা মেয়েটির বিয়ে বৃহস্পতিবার রাত ১০ টার দিকে পড়িয়েছি। তাদের বিয়ের কাবিন নামায় ১ লক্ষ ২৫ হাজার টাকা দেনমহর লেখা হয়েছে। তারা দুজনই বর্তমানে হুমায়ুনের নিজ বাড়ি শুবদেবনগর আছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।