নারায়ণগঞ্জের রূপগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি বিহীন ফেক আইডি দিয়ে ব্যবসায়ীর নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী । ২৪ শে সেপ্টেম্বর শুক্রবার বিকালে উপজেলার কামশাইর বড়বাড়ি জামে মসজিদের ক্যাশিয়ার ও কামশাইর কবরস্থান কমিটির সভাপতি আবুল হোসেন নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন কামশাইর এলাকাবাসী । মানববন্ধনে বক্তব্য রাখেন কামশাইর বড়বাড়ি জামে মসজিদের সাবেক সভাপতি আয়েতআলী, কামশাইর কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক
কামশাইর মঞ্জুরুল ইসলাম মঞ্জ, কবরস্থান কমিটির ক্যাশিয়ার নুর হোসেন, ৩ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মতিন ভূঁইয়া, আতাবুর হোসেন,দেলোয়ার হোসেন, সাহাবউদ্দিন, জুবায়ের আহমেদ প্রমুখ । এসময় মানববন্ধনে বক্তারা এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানায় এবং অপপ্রচারকারীদের আইনের আওতায় আনা আহবান জানায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।