বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর থেকেই প্যারিসে নিজের জন্য একটি বাড়ি খুঁজছিলেন লিওনেল মেসি। অবশেষে ভাড়া বাড়ি খুঁজে পেয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। তথ্যটি নিশ্চিত করেছে ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট।
প্যারিসের বিলাসবহুল এলাকা নিউলি সুর সেইনে বাড়িটি অবস্থিত। প্রতি মাসে ভাড়া বাবদ মেসিকে গুনতে হবে ২০ হাজার ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ লাখ টাকা। এই এলাকায়ই থাকেন ডি মারিয়া, লিয়ান্দ্রো প্যারেদেসরা।
ফলে জাতীয় দল এবং ক্লাবের সতীর্থদের প্রতিবেশী হিসেবে পেতে যাচ্ছেন মেসি। আপাতত ভাড়া বাড়িতে থাকলেও প্যারিসে স্থায়ীভাবে বাড়ি কেনার ইচ্ছা আছে মেসির।
ইতিমধ্যে একটি বিলাসবহুল বাংলোবাড়ি পছন্দ করেছেন মেসির স্ত্রী অ্যান্তোনেল্লা রোকুজ্জো। সেই বাড়িটি পিএসজির অনুশীলন কেন্দ্র থেকে ১৫ মিনিটের দূরে। তবে সেই বাড়িটি কেনার প্রক্রিয়া কত দূর এগিয়েছে তা জানা যায়নি।
সূত্র : মার্কা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।