নানা কর্মসূচির মধ্য দিয়ে পর্যটন নগরী কক্সবাজারে বিশ্ব পর্যটন দিবস পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে পর্যটন’। সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। ঢাক-ঢোল বাজিয়ে র্যালিটি সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে শুরু হয়ে লাবণী পয়েন্টে গিয়ে শেষ হয়।
সেখানে জেলা প্রশাসকের উন্মুক্ত মঞ্চে বেলুন উড়িয়ে বিশ্ব পর্যটন দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, আবাসিক হোটেল, বিভিন্ন সংগঠন ও পুলিশের প্রতিনিধিরা অংশ নেন। কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী তারেকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দীন আহমেদ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনা মহামারি কাটিয়ে সুন্দর দিন আসুক। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার ভ্রমণপিপাসুদের পাদচারণায় মুখরিত হোক। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের সমুদ্রের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানান বক্তারা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।