ডিসেম্বরে মুক্তি পাবে সরকারি অনুদানের সিনেমা ‘রাত জাগা ফুল’। এ লক্ষ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন সিনেমার পরিচালক অভিনেতা মীর সাব্বির। সম্প্রতি এমন তথ্য জানিয়েছেন তিনি। এরই মধ্যে সেন্সরের জন্য সিনেমাটি প্রস্তুতও করা হয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহে এটি জমা দেওয়া হবে।
এ প্রসঙ্গে মীর সাব্বির বলেন, ‘রাত জাগা ফুল আমার প্রথম সিনেমা। এটি নিয়ে দীর্ঘদিন ধরেই স্বপ্ন দেখে এসেছি। আর সেই স্বপ্ন পূরণে একটি পুরো টিমের সমন্বয় জরুরি। আমার সিনেমা নির্মাণে সেই দুর্দান্ত সমন্বয়টা ছিল প্রত্যেক মানুষের মধ্যে।
পুরো কাজ শেষ হওয়ার পর যখন সিনেমাটি দেখলাম, তখন আমাদের চোখেই এক ধরনের প্রশান্তি অনুভব করেছি। এ শান্তিটা যদি দর্শকের চোখেও অনুভূত হয় সেটাই হবে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।’
এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির। আরও আছেন দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ডা. এজাজুল ইসলাম, ফজলুর রহমান বাবু, নাজনীন চুমিক, রাশেদ মামুন অপু, আবু হোরায়রা তানভীর, ঐশী প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।