মহামারি করোনা সংকট কাটিয়ে আবারো গিটার হাতে জনসমুদ্রের সামনে দাঁড়াতে যাচ্ছে দেশের জনপ্রিয় সব ব্যান্ড। ইন্টারন্যাশনাল কফি ডে উপলক্ষে আগামী ১ অক্টোবর অনুষ্ঠিত হবে বড় পরিসরের একটি কনসার্ট। ‘কফি কার্নিভ্যাল’ নামে এই কনসার্টে অংশ নেবে আর্টসেল, শিরোনামহীন, নেমেসিস, অ্যাভোয়েডরাফাসহ আরো একটি দল।
কনসার্টটির আয়োজন করেছে ব্র্যান্ডমিথ কমিউনিকেশন। প্রতিষ্ঠানটির ক্যাম্পেইন অপারেশন ডিরেক্টর শেখ মাহদি হাসান বলেন, ‘লকডাউনের পর রেস্টুরেন্টভিত্তিক ছোট কিছু আয়োজন এর আগে হয়েছে। তবে বড় পরিসরে আমাদের এটি হতে যাচ্ছে। যেখানে দেশের শীর্ষস্থানীয় পাঁচটি ব্যান্ড অংশ নেবে।
আশা করি, কফির সঙ্গে এই কনসার্টটি খুবই উপভোগ্য হবে।’ ১ অক্টোবর বিকাল ৪টার দিকে বসুন্ধরার আইসিসিবির পুষ্পগুচ্ছতে কনসার্টটি অনুষ্ঠিত, যা চলবে রাত ১০টা পর্যন্ত। তবে ইভেন্টের জন্য দুপুর দেড়টায় গেট খুলে দেওয়া হবে। এ কনসার্ট উপভোগ করতে গুণতে হবে ২ হাজার টাকা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।