প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য’র সহিত কলম কথা পরিবারের সৌজন্য সাক্ষাত কলম কথা ডেস্কঃ আজ ২৯ সেপ্টেম্বর রোজ বুধবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য’র সাথে জনপ্রিয় অনলাইন পত্রিকা দৈনিক কলম কথা পরিবারের সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় হয়।

এসময় মাননীয় প্রতিমন্ত্রী বলেন, কলম কথা’র সাফল্য ও শুভকামনা করি। সত্য ও ন্যায়ের পথে থেকে মানুষের কল্যাণে কাজ করবে এই প্রত্যাশা করি। কলম কথা পরিবারের পক্ষ থেকে প্রাতিষ্ঠানিক কার্যক্রম আরও অগ্রগতির জন্য মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের নিকট দিকনির্দেশনা নেওয়া হয়।