মোস্তফা কামাল, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে অস্বাস্থ্যকর পরিবেশে হোটেলে মিষ্টি তৈরি করায় শহরের সাতক্ষীরা ঘোষ ডেয়ারির পরিচালককে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর শহরের ত্রিমোহিনী মোড়ের সাতক্ষীরা ঘোষ ডেয়ারিতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, মিষ্টি তৈরির উপদানে ময়লা ও পোকামাকড় থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সাতক্ষীরা ঘোষ ডেয়ারির পরিচালক সেনা ঘোষকে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।