• তারাখোঁ আল বারাকা যুব সংঘের এক যুগ পূর্তি উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন।

একেএম টি ইসলাম চট্টগ্রাম মহানগর প্রতিনিধি-

দাতঁমারা ইউপির তারাখোঁ আল বারাকা যুব সংঘের এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ২৫ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩ টা থেকে তারাখোঁ বনরুপা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জমকালো আয়জনের মাধ্যমে উদ্ভোধন করেন দাতঁমারা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএইচএম ইন্টারন্যাশনাল গ্রুপের ডিএমডি শিল্পীপতি মোঃ মেহেদি হাসান বিপ্লব। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য নুরুল আলম, দাতঁমারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুল হক মজুমদার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতাউল হক চৌধুরী, দাতঁমারা ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক ওমর খৈয়ম ওসমানি, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মিহির কুমার দে, মাষ্টার আব্দুল কাদের, যুবলীগ নেতা সাহিদুল আলম নাহিদ, ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুস শুক্কুর, সাবেক শিক্ষা অফিসার মাওলানা শফিউল আলম, সাংবাদিক কামাল উদ্দিন, সাংবাদিক এম নজরুল ইসলাম, ইউপি সদস্য তৌহিদুল আলম, ইউসুফ আলী, মোঃ ইলিয়াস, মোঃ আনোয়ার, সুব্রত দে, আওয়ামীলীগ নেতা ডাঃ আনোয়ার হোসেন, আব্দুল কাদের, আবুল হোসেন সহ রাজনৈতিক ও স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক,ব্যবসায়ী, সাংবাদিক,সুশীল সমাজের প্রতিনিধি এবং ক্রীড়াপ্রেমী হাজার হাজার দর্শক উপস্থািত ছিলেন।
খেলায় হাসনাবাদ খোশালপাড়া খেলোয়াড় সমিতি কে ২-০ গোলে পরাজিত করে পূর্ব তারাখোঁ ফুটন্তকলি ইসলামী সংঘ। পরে অথিতিবৃন্দ বিজয়ী এবং বিজিত দলের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি মেহেদি হাসান বিপ্লবকে বালুটিলা এলাকা থেকে বরন করে আনেন সংগঠনের সদস্যরা। প্রধান অতিথিকে দেখতে শত শত মানুষ দূর দুরান্ত থেকে তারাখোঁ বনরুপা স্কুল মাঠে জড়ো হয়। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ফুল, ক্রেস্ট এবং মানপত্র দিয়ে সম্মান জানানো হয় তরুন এ শিল্পপতিকে।
প্রধান অতিথির বক্তব্যে মেহেদি হাসান বিপ্লব এলাকাবাসীর দুঃখ দুর্দশায় পাশে থাকার অঙ্গিকার করেন।