মোঃ শিহাব খান:একটি মানবিক আবেদন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারী অপারেশন থিয়েটার(তৃতীয় তলা) এর সামনে একজন বৃদ্ধা কে দেখা গেছে যার বয়স আনুমানিক ৭৫/৮০।  যিনি গত ১৫ দিন যাবত স্বজনহারা অবস্থায় হাসপাতালে আছে। যার দেখাশুনা করার জন্য কোন আত্নীয়স্বজন নেই।
উনার সাথে কথা বলে জানা যায় উনার বাসা ফেনি জেলায়। উনার গ্রাম, উপজেলা জিজ্ঞেস করার পর উনি আর কিছুই বলতে পারছেন না। এমতাবস্থায় উনার একমাত্র চাওয়া উনি নিজ বাড়িতে যেন ফিরতে পারে। উল্লেখ্য উনার হাসপাতালের ভর্তি কাগজে নাম অজ্ঞাত হিসেবে গণ্য যার পরিচয় এখনো পাওয়া যায় নি। উনার শেষ ইচ্ছে শুধুমাত্র উনার বাড়িফেরা।
উনার এছাড়া আর কোন পরিচয় পাওয়া যায় নি।আমাদের ময়মনসিংহ শহরের সকল স্বেচ্ছাসেবীদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা কি পারি না? উনাকে নিজ বাসস্হানে ফিরিয়ে দিতে?
যারা উনার সাথে সরাসরি দেখা করে কথা বলতে চান তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারী /অর্থোপেডিক্স অপারেশন থিয়েটার (পুরাতন বিল্ডিং ১১ নং ওয়ার্ড,  ৩য় তলার বারান্দায় উনার অবস্থান) উনার অবস্হা খুবই জীর্ণশীর্ণ।