মোরেলগঞ্জ প্রতিনিধিঃভোট গ্রহণের পূর্বে চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীর মৃত্যুজনিত কারণে স্থগিতকৃত বাহেরহাটের মোরেলগঞ্জের খাউলিয়া ইউপি নির্বাচন আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে। ২৯ সেপ্টেম্বর নির্বাচন কমিশন এ ঘোষণা প্রদান করে। এ ঘোষণায় নড়েচড়ে বসেছে খাউলিয়া ইউনিয়নের প্রার্থী, ভোটারসহ সংশ্লিষ্ট সবাই।
গত মার্চ মাসে নির্বাচনের পূর্ব মূহুর্তে নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী মাস্টার আবুল খায়ের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ফলে নির্বাচন কমিশন এ ইউনিয়নে ভোটগ্রহণ স্থগিত করেন। এরপর করোনার ব্যাপক বিস্তার এবং অন্য কোন কারণে এ ইউনিয়নে নির্বাচন দেয়নি কমিশন।
অতঃপর কমিশনের ২৯ সেপ্টেম্বর এ ইউনিয়নে নির্বাচনের তারিখ সহ পুণঃতফশীল ঘোষণা করেন। ঘোষণার পরদিন ৩০ ডিসেম্বর উপজেলা প্রাণী সম্পদ অফিসার ও এ ইউনিয়নের রিটার্নিং অফিসার ডাঃ জিএম আব্দুল কুদ্দুস নির্বাচন সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেন।
নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারের জারিকৃত তফশিল অনুযায়ী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ৯ অক্টোবর, বাছাই ১১ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর।
এতে আরো বলা হয়- চেয়ারম্যান পদে ইতোপূর্বে যারা মনোনয়ন পত্র দাখিল করেছিলেন তাদের নতুন করে দাখিলের প্রয়োজন নাই। তবে পূর্বে দাখিলকারীদের নতুনভাবে মনোনয়ন পত্র দাখিল বা প্রত্যহারের সুযোগ থাকছে। সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্যদের এ সুযোগ থাকছে না। পূর্বের মনোনয়নই বহাল থাকবে এবং তাদের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে, এ ইউনিয়নে নতুন করে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী প্রদানে আবার উপজেলা দলীয় কার্যালয়ে মনোনয়ন গ্রহণ করা হচ্ছে। রাত ন’টা পর্যন্ত এ সুযোগ থাকছে বলে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক জানান।
জানা গেছে, আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে আছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাই খান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাস্টার সাইদুর রহমান, যুবলীগ নেতা আলমগীর হোসেন, জেলা ছাত্রলীগ নেতা সাইদুজ্জামান সাইদ, যুবলীগ নেতা ও উপজেলা সাবেক ছাত্রলীগ সভাপতি মোঃ হাসিব খান প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।