সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) প্রতিনিধি:রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার উপ-নির্বাচনে পৌর মেয়র পদের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে পৌরসভার উপ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। যার কারণে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে।
গত ১৪ ফেব্রুয়ারি পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনিরুল ইসলাম বাবু দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হন। কিন্তু চলতি বছরের ২১ এপ্রিল ভারতের বেঙ্গালুরুতে নারায়ণায় হেলথে চিকিৎসাধীন অবস্থায় মৃতবরণ করেন। তারপর থেকেই গোদাগাড়ী মেয়র পদটি শূণ্য হয়ে।
জানা গেছে, গোদাগাড়ী পৌরসভার সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছে। ইতোমধ্যে পাড়া মহল্লায় নিজের জন সমর্থন প্রতিষ্ঠার লক্ষে কাজ করছে প্রার্থীরা। পৌরসভা উপ নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বেশ জোড়াল।
গোদাগাড়ী উপ পৌরসভার নির্বাচনে মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগের নৌকা মনোনীত প্রার্থী অয়েজ উদ্দিন বিশ্বাস। প্রয়াত মেয়র মনিরুল ইসলাম বাবুর সহধর্মনী স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস।
বিএনপির প্রার্থী গোলাম কিবরিয়া রুলু । জামাতের সতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মোঃ আমিনুল ইসলাম। আগামী ৭ অক্টোবর পৌরসভার মেয়র পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।