আকাশ রহমান, স্টাফ রিপোর্টারঃ
রুহিয়ায় বিষপানে করে শাহনাজ পারভীন(১৪)নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
সোমবার (৪ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত কিশোরী থানাধীন আখানাগর ইউনিয়নের ডোটপাড়া গ্রামের জিয়াউর রহমানের মেয়ে।
নিহতের মাতা হাজেরা বেগম জানান, বাসায় পড়তে বসাকে কেন্দ্র করে সামান্য একটু কথা কাটাকাটি হয় মা ও মেয়ের। এরপর তিনি সন্ধ্যায় রান্নার কাজে ব্যস্ত হয়ে যান। রান্না ঘর থেকে ডাকাডাকি করে একপর্যায়ে মেয়ের কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের মাঝে অচেতন অবস্থায় শাহনাজকে পড়ে থাকতে দেখেন তিনি। গুরুতর অবস্থায় প্রথমে ঠাকুরগাঁও সদর হাসপাতাল এবং পরে ঠাকুরগাঁও হাসপাতাল থেকে রংপুর নেয়ার পথে তার মৃত্যু হয়।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।