মোঃ এনামুল হক, লোহাগড়া স্টাফ রিপোর্টার: নড়াইল জেলার লোহাগড়া উপজেলা ৮নং দিঘলিয়া ইউনিয়নের দিঘলিয়া গ্রামের বাসিন্দা কৃষ্ণ চন্দ্র সরকার হিন্দু সম্প্রদায়ের প্রতিসহ সকল শ্রেনীর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শ্রী শ্রী হরি গুরুচাদ মতুয়া মিশন কমিটি দিঘলিয়া ইউনিয়ন পালপাড়া কমিটির সকল সদস্যবৃন্দ ধর্মীয় বড় পূজার অনুষ্ঠানকে সামনে রেখে সকলকে আমন্ত্রণ জানান। দিঘলিয়া ইউনিয়ন নবাগত কমিটির পদবৃন্দ-
শংকর কুমার পাল,নিরাদ কুমার সরকার,কালি কিংকর বিশ্বাস,সাধন কুমার দাস,ধনন্জয় রায়,লক্ষন কুমার পাল,কৃষ্ণ চন্দ্র সরকার,সুশান্ত বিশ্বাস, সুজন সরকার,পলাশ বিশ্বাস জগদীশ চন্দ্র পাল,সুঙ্গল ভক্ত,সুকদেব পাল,বিনয় কৃষ্ণ পাল, চন্দনা রানী পাল,শৈলেন স্বর্ণকার।