তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত বাজার এলাকাবাসীর উদ্যোগে বিশাল নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আয়োজক সুত্রে জানা যায়, আগামী ৯ অক্টোবর (শনিবার) বিকাল ৩ টা ৩০ মিনিটে বোয়ালমারী উপজেলার রুপাপাত বাজার সংলগ্ন কুমার নদীতে গ্রাম বাংলার শত বছরের ঐতিহ্য বহনকারী নৌকা বাইচের আয়োজন করা হয়েছে।

নৌকা বাইচের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  ফরিদপুর জেলা পুলিশ সুপার,  মো. আলিমুজ্জামান (বিপিএম-সেবা)

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  সুমন কর, সহকারী পুলিশ সুপার, মধুখালী সার্কেল ও মো.আজিজার রহমান মোল্যা, চেয়ারম্যান ৯ নং রুপাপাত ইউনিয়ন। সভাপতিত্ব করবেন মোশারফ হোসেন মাস্টার, সাবেক শিক্ষক, রুপাপাত বামনচন্দ্র উচ্চ বিদ্যালয়।

নৌকা বাইচের আয়োজনের সার্বিক দায়েত্ব রয়েছেন কদমী গ্রামের তরুন সমাজ সেবক মো. মিজানুর  রহমান এর মালিকানাধীন সুমনা ডেইরি ফার্ম এন্ড ফিসারী। প্রতিযোগিদের মধ্যে প্রথম পুরুস্কার হিসেবে রয়েছে মোটরসাইকেল, দ্বিতীয় ফ্রিজ। যশোর, গোপালগঞ্জ ও রাজবাড়ি পাংশা থেকে বাইচ প্রতিযোগিতায় নৌকার মালিকরা অংশ নেবেন বলে আরো জানা গেছে।