হৃদয় শীল,মধুখালী(ফরিদপুর) প্রতিনিধিঃ মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমকি কর্মচারীদের পাওনা বকেয়া মজুরি,গ্র্যাচুইটির টাকার পাওয়ার দাবিতে আজ বুধবার দুপুর ১২ টায় চিনিকল রোডের ফুড গোডাউন এর সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী সংগঠনের আহবায়ক মো. আলী আকবর এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সিআইসি রেজাউল হক, শহিদুল হক মন্টু, অবসরপ্রাপ্ত সিডিএ আবুল বাসার বাদশা,ছিদ্দিক আলী খান, আবু বক্কার,সিরাজউদ্দিন আবুল হাশেম প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের আওতায় সকল সুগার মিলে যে সমস্ত শ্রমিক কর্মচারীগণ অবসর গ্রহণ করেছে তারা না খেয়ে,বিনা চিকিৎসায় অর্থাভাবে দিন কাটাচ্ছে। অবসর পরবর্তী যে পাওনাদি আছে তা করপোরেশনকে অবিলম্বে প্রদানের ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।