সিরিয়ার সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসারাইল। এ ঘটনায় দুজন নিহত এবং কমপক্ষে ৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক একটি মানবাধিকার সংস্থা।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সানা শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত নয়টার দিকে ইসরাইলের একটি ক্ষেপণাস্ত্র সিরিয়ার টি-৪ বিমানঘাঁটিতে গিয়ে আঘাত হানলে ওই হতাহতের ঘটনা ঘটে।
খবর আরব নিউজের। এ ব্যাপারে ইসরাইল এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। তবে, সম্প্রতি ইহুদিবাদী দেশটি সিরিয়ায় অবস্থানরত ইরান ও হিজবুল্লাহ যোদ্ধাদের ঘাঁটি লক্ষ করে হামলা বাড়িয়ে দিয়েছে। সিরিয়ায় ২০১১ সাল থেকে গৃহযুদ্ধ শুরুর পর থেকেই দেশটিতে এ ধরনের হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।