জনপ্রিয় অনলাইন পত্রিকা দৈনিক কলম কথা’র পক্ষ থেকে সকল সনাতন ধর্মাবলম্বীদের জানাই শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন।

বৃষ্টি ভেজা শরৎ আকাশ আর শিউলি ফুলের গন্ধ!

মা আসছেন আবার ঘরে, দরজা কেন বন্ধ?

পূজো এলো তাইতো আবার বাজনা বাজায় ঢাকী…

“বাঙালির বারো মাসে তেরো পার্বণ।

” তার মধ্যে অন্যতম হলো- বাঙালির ‘দুর্গোৎসব’।

কাশবনের দোলায় দেবীপক্ষের সূচনা, বাঙালির মনকে আলোড়িত করে। বাঙালির দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটে মহালয়ার শুভ বন্দনাতে। শরৎ এর মেঘ ও শিউলির গন্ধ দশভুজার আগমনকে উন্মুক্ত চিত্তে স্বাগত জানায়। তাই আসুন – উৎসবের এই দিনে শুদ্ধ চিত্তে পরিচ্ছন্নতার আলোকবর্তিকা ছড়িয়ে দেই সকলের মননে। পরিচ্ছন্নতায় এবং পবিত্রতায় হোক পূজা উদযাপন.!!