দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে দেশের দক্ষিণাঞ্চলেই আরেকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকালই এমন কথা জানান সরকার প্রধান। আর আজ সোমবার বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং কেউন জানালেন,
দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে দক্ষিণ কোরিয়ার আগ্রহের কথা। সোমবার ( ১১ অক্টোবর) সোনারগাঁয়ের পানাম সিটি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নে এ আগ্রহ প্রকাশ করেন লি জাং কেউন। তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার পক্ষে অর্থায়নের বিষয়ে আমি এখনই কোনো কিছু বলতে পারি না তবে টেকনিক্যাল বিষয়ে আমরা সহযোগিতা করতে প্রস্তুত।
কারণ এরই মধ্যে দক্ষিণ কোরিয়া সংযুক্ত আরব আমিরাতে প্লান্ট স্থাপন করেছে। তাছাড়া সরকারি বেসরকারি খাত থেকে অর্থায়ন করা অসম্ভব হবে না। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিদ্যুৎ দেশের উন্নয়নের চাবিকাঠি। তার সরকার ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে দেশের দক্ষিণাঞ্চলে আরেকটি নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট স্থাপন করবে।
তিনি বলেন, ‘আরেকটি পাওয়ার প্লান্ট আমরা করব। আমার ইচ্ছা পদ্মার ওপারেই অর্থাৎ দক্ষিণাঞ্চলে করার। এজন্য জায়গা খুঁজছি এবং আশা করি, এ ব্যাপারে খুব একটা অসুবিধা হবে না। এটা হলে বিদ্যুতের জন্য আমাদের আর অসুবিধা হবে না।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।