যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়াগোর কাছে একটি মাধ্যমিক বিদ্যালয়ে একটি বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে দুই জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১১ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। প্রতিবেদনে জানানো হয়, এই দুর্ঘটনার পর স্কুল ক্যাম্পাসের পার্শ্ববর্তী বেশ কয়েকটি বাড়িও আগুনে পুড়ে গেছে এবং ছড়িয়ে পড়া আগুনে কমপক্ষে দুটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। মার্কিন মিডিয়া এনবিসি সান দিয়াগো জানিয়েছে, বিধ্বস্ত এই বিমানটি সি-৩৪০ মডেলের দুই ইঞ্জিন বিশিষ্ট একটি বিমান।

সোমবার বিমানটি সান দিয়াগোর মন্টেগোমেরি ফিল্ড থেকে অ্যারিজোনা অঙ্গরাজ্যের ইউমাতে যাচ্ছিল। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তবে বিমানটিতে মোট কতজন আরোহী ছিলেন তা এখন পর্যন্ত জানা যায়নি।