পাবনার ভাঙ্গুড়ায় গতকাল শনিবার দিবাগত রাতে পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। উপজেলার ভাঙ্গুড়া দক্ষিণপাড়া ও ভবানীপুর পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। চুরি যাওয়া গরুর মালিক হলেন ভাঙ্গুড়া দক্ষিণপাড়া গ্রামের কৃষক মজিবর রহমান ও ভবানীপুর পশ্চিমপাড়া গ্রামের ব্যবসায়ী রাকাত আলী। চুরি যাওয়া গরুর মূল্য প্রায় ৮ লাখ টাকা বলে জানা যায়।
ক্ষতিগ্রস্ত মালিকরা জানান, প্রতিদিনের মতো রাতে ঘুমাতে যাবার আগে গরুগুলোকে গোয়ালঘরে বেঁধে রেখে যান। পরে ফজর নামাজ পড়ে তারা গরুগুলোকে খেতে দিতে গেলে দেখেন গোয়ালঘরে গরু নেই। তখন আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজ করেও গরু না পেয়ে তারা ঘটনাটি থানা পুলিশকে জানান।
এ বিষয়ে ভুক্তভোগী কৃষক মজিবর রহমান জানান, গাভী পালন ও সামান্য জমি চাষ করে তার সংসার চলতো। শনিবার রাতে চোরেরা তার গোয়ালে রাখা একটি গাভি, একটি বকনা ও একটি বকনা বাছুর চুরি করে নিয়ে যায়। গরুগুলোর মূল্য প্রায় ৪ লাখ টাকা। এ ঘটনায় চরম দুশ্চিন্তায় পড়েছেন তিনি । অপর ভুক্তভোগী ব্যবসায়ী রাকাত আলী জানান, রাত ১টার টার দিকে ঘুমোতে যাবার আগে গরু দুটি গোয়ালেই বেঁধে রেখেছিলেন।
কিন্তু তিনি ফজর নামাজের সময় ওঠে দেখেন গোয়ালঘরের তালা ভাঙা। গোয়ালঘরে রাখা তার বকনা গরু দুটিই চুরি হয়ে গেছে। চুরি যাওয়া গরু দুটির মূল্য প্রায় ৪ লাখ টাকা। ভাঙ্গুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল আহসান আকের পত্রিকা বলেন, খবর পাওয়ার পরেই আশপাশের থানাগুলোতে খবর পাঠানো হয়। এরপর থেকে চুরি যাওয়া গরুগুলো উদ্ধার ও চোর শনাক্তের জন্য চেষ্টা চালানো হচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।