মাগুরা প্রতিনিধিঃ মাগুরার মহম্মদপুর উপজেলার ধোয়াইলে এক ব্যবসায়ীর সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) রাত ১১ঘটিকার দিকে উপজেলার ধোয়াইল গ্রামে এ দূর্ঘটনা ঘটে। জানা যায়, ঐ গ্রামের মোঃ আলা মোল্লার মেজো ছেলে ইমদাদুলের ঘরে আগুন লাগে।

এতে অপর দুই ভাই নাজমুল ও তারিকুল সহ তিন ভাইয়ের তিনটি ঘরসহ ঘরে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়।তাদের বক্তব্য অনুসারে,পাঁচটি ছাগল, প্রায় ১২০/১৩০ মন পাট, স্বর্নের দুইটি দুল ও চেন এবং নগদ দেড় লক্ষ টাকা পুড়ে গেছে। খবর পেয়ে মহম্মদপুরের ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আরো জানা যায়, একদিন আগে মৌরসি রাখা জমির নগদ টাকা ফেরৎ এনেছে, অন্য জমি ক্রয় করার জন্য। কিন্তু আগুনে সব স্বপ্ন পুড়ে ধূলিসাৎ করে দিলো ইমদাদুল ও তার ভাইদের । ঘরে থাকা ফ্রিজ, টিভিসহ কোনো মালামালই বের করতে পারেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, বিদ্যুৎ এর শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে।