হবিগঞ্জ শহরতলীর দুর্লভপুর গ্রামে জুয়া খেলার টাকার ভাগাভাগি নিয়ে মো. সুরুজ আলী (৩৬) নামের এক ব্যক্তিকে খুন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সুরুজ আলী দুর্লভপুর গ্রামের মৃত ইছাক মিয়ার ছেলে। ভোরে সুরুজ আলীর মরদেহ নিয়ে স্বজনরা সদর আধুনিক হাসপাতালে যান।
নিহত সুরুজ আলীর বোন সুফিয়া আক্তার জানান, সুরুজ আলী প্রতিদিন রাতেই জুয়া খেলতেন। মঙ্গলবার রাতেও জুয়া খেলতে দুর্লভপুর চৌমুহনীতে যান। খেলার এক পর্যায়ে টাকা ভাগাভাগি নিয়ে অন্য জুয়াড়িদের সঙ্গে সুরুজ আলীর কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে তারা সুরুজ আলীকে পিটিয়ে হত্যা করে। সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ আহমেদ জানান, মরদেহ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। স্বজনদের অভিযোগ তাকে খুন করা হয়েছে। মরদেহের গায়েও আঘাতের চিহ্ন রয়েছে। তবে বিষয়টি তদন্ত করলেই আসল কারণ জানা যাবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।