মাসুদ রানা লেমন, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ক্রিকেট বল খেলতে গিয়ে পুকুরে ডুবে রুমান হোসেন নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ (২১অক্টোবর) বৃহস্পতিবার বিকালে উপজেলার ধর্মগড় ইউনিয়নের উত্তর মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে লক্ষীরহাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর আলীর ছেলে রুমান দুই ভাইয়ের মধ্যে ছোট ছিল।ধর্মগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম মুকুল পুকুরে ডুবে শিশু রুমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।স্থানীয় সূত্র এবং শিশুটির পিতা আকবর আলী মাষ্টার জানান, বিকালে বাড়ির পাশের পুকুরের ধারে কয়েকজন সহপাঠী সহ ক্রিকেট খেলছিল রুমান ক্রিকেট এর বল পুকুরে পড়ে গেলে তা তুলতে গিয়ে পানির গভীরে তলিয়ে যায় সে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দৌড়ে অন্যান্য শিশুরা বাসায় খবর দেয়। তখন স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় ২ ঘন্টা সময়ের মধ্যে রুমানের মৃত মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়।
রানীশংকৈল থানা (ওসি)এসএম জাহিদ ইকবাল জানান, পুকরে ডুবে শিশু মারা যাওয়ার খবর পেয়েই লাশ উদ্ধারে আমরা টিম পাঠিয়েছি। এ বিষয়ে পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।