দুর্দান্ত স্পিন বোলিং করে তাক লাগানো বরিশালের সেই খুদে ক্রিকেটার আসাদুজ্জামান সাদিদের দায়িত্ব নিয়েছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসকের বাসভবনের অফিসকক্ষে সাদিদ ও তার মামাকে আমন্ত্রণ করেন ডিসি। এ সময় তিনি সাদিদের সার্বিক দায়িত্ব নেওয়ার কথা বলেন।
সাদিদের বোলিংয়ের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। খুদে ক্রিকেটারের বোলিং দেখে যারপরনাই মুগ্ধ হন লিটল মাস্টার শচীন টেন্ডুলকার।
৬ বছর বয়সি সাদিদ বরিশালের ৪ নম্বর ওয়ার্ড মহাবাজ এলাকার উলালঘুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, সাদিদ বরিশালের গর্ব। এত ছোট বয়সে ও বিস্ময়কর বালক হয়ে নিজের প্রতিভা প্রকাশ করেছে। তার বোলিং বিশ্বের বাঘা-বাঘা খেলোয়াড়দের মন কেড়েছে। আমাদের উচিত ওর দেখভাল করা, যাতে করে ওর হাতের জাদু হারিয়ে না যায়। সাদিদের খেলার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। আমরা সাদিদের প্রতিভা ধরে রাখতে ওর পাশে থাকব।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।