তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা পুলিশ মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোহাম্মদ আলীকে (২২) গ্রেফতার করেছে।
মোহাম্মদ আলী ময়না ইউনিয়নের বেলজানী গ্রামের মোতালেব শেখের ছেলে।
তাকে শুক্রবার (২২ অক্টোবর) ফরিদপুর আদালতে প্রেরন করেছে পুলিশ। থানার এসআই আক্কাচ আলী জানান, মোহাম্মদ আলী ২০২০ সালের সিআর (মাদক) মামলার পলাতক আসামি। তার নামে ওয়ারেন্ট হওয়ার পর থেকে সে পলাতক ছিল।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) গভীর রাতে অভিযান চালিয়ে মোহাম্মদ আলীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে শুক্রবার ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।